ইফতারে কূটনীতিকদের দেশের পরিস্থিতি জানালেন ফখরুল

ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিএনপির সৌজন্য
ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিএনপির সৌজন্য

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে না পারলে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার অনুষ্ঠানে এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, নারীর প্রতি সহিংসতা, মাদকের ভয়াবহতা, অর্থনীতি এবং রাজনীতির অনিশ্চয়তাসহ দেশের বর্তমান পরিস্থিতি কূটনীতিকদের সামনে তুলে ধরেন বিএনপির মহাসচিব।

রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। ছবি: বিএনপির সৌজন্য
রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। ছবি: বিএনপির সৌজন্য

ইফতার অনুষ্ঠানে অংশ নেন ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, চীনের রাষ্ট্রদূত ঝাং জুও, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেত, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলিনিয়ের, ফিলিস্তিনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইউসুফ রামাডান প্রমুখ। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, পাকিস্তান, ডেনমার্ক, সুইডেন, ভিয়েতনাম, ফ্রান্স, মালদ্বীপ, আফগানিস্তান, ভুটান, ইরান, মরক্কো ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা ইফতারে অংশ নেন।

বিএনপির নেতাদের মধ্যে ইফতার অনুষ্ঠানে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।