নরসিংদীতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত

নরসিংদীর পলাশে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

এ নিয়ে গত সাত দিনে দেশের বিভিন্ন স্থানে র‍্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হলেন ১৯ জন। তাঁদের মধ্যে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১০ জনের নয়জন মাদক ব্যবসায়ী এবং একজন মাদকবাহী ট্রাকচালক। আর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নয়জনের মধ্যে অন্তত তিনজন মাদক ব্যবসায়ী ও অন্যরা বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়, নিহত ব্যক্তির নাম ইমান আলী (৩৩)। তিনি নরসিংদীর শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে অন্তত ১১টি মামলা আছে। তিনি পলাতক ছিলেন।

ঘটনাস্থল থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের ভাষ্য।

র‍্যাব বলছে, এই ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছেন।

গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি (শূন্য সহনশীলতা) অবলম্বন করেছে।

এর আগে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ গত সোমবার ঢাকায় সংবাদ সম্মেলনে মাদক কেনাবেচায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।