পাস্তুরিত দুধকে নিরাপদ করতে ব্যর্থতা কেন বেআইনি নয়

পাস্তুরিত দুধকে নিরাপদ করতে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

স্বাস্থ্যসচিব, খাদ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসটিআইয়ের নির্বাহী পরিচালক, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং পুলিশের মহাপরিদর্শককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন।

একই সঙ্গে আদালত এ ঘটনায় বাজারে থাকা পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করতে একটি তদন্ত কমিটি গঠন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।

কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধিদের এবং বিশেষজ্ঞদের রাখতে বলা হয়েছে।

২৭ জুন পরবর্তী শুনানির তারিখ ধার্য রয়েছে।

১৭ মে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এ রিট আবেদনটি করেন।

সম্প্রতি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক জরিপে দেখা গেছে, বাজারে পাওয়া যায় এমন পাস্তুরিত দুধের ৭৫ শতাংশ অনিরাপদ। বিজ্ঞানীরা বিভিন্ন কোম্পানির দুধের নমুনা পরীক্ষা করে তাতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া পেয়েছেন।