সরকারি হলো আরও ২৪ বিদ্যালয়, আদেশ জারি শিক্ষা মন্ত্রণালয়ের

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

দেশের আরও ২৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৩৬৮-তে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, এত দিন দেশে ৩৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছিল। নতুনগুলোর পদ সৃষ্টিসহ আনুষঙ্গিক কিছু কাজ শেষ হতে আরও কিছু সময় লাগবে।

সরকার দেশের যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেগুলোতে একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সরকারি করার উদ্যোগ নিয়েছে। তারই আলোকে বেসরকারি বিদ্যালয় ও কলেজকে সরকারি করার কাজ চলছে।

নতুন সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো; সুনামগঞ্জের ছাতক বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জের পাগলা মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয়, রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয়, মুন্সিগঞ্জের গজারিয়া পাইলট মডেল হাইস্কুল, ভোলার বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, গোপালগঞ্জের মুকসুদপুরের সাবের মিয়া জসিমুদ্দীন (এস জে) মডেল উচ্চবিদ্যালয়, মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়, নওগাঁর বদলগাছী মডেল পাইলট হাইস্কুল, নেত্রকোনার খালিয়াজুড়ির শালদীঘা গোপাল গোপীনাথ উচ্চবিদ্যালয়, মদনের জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চবিদ্যালয়,আটপাড়ার বানিয়াজান সি টি পাইলট উচ্চবিদ্যালয়, সাতক্ষীরার কলারোয়া জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট মডেল উচ্চবিদ্যালয়, সিলেটের ফেঞ্চুগঞ্জের কাসিম আলী মডেল উচ্চবিদ্যালয়, ময়মনসিংহের ত্রিশাল নজরুল একাডেমি, নাটোরের বড়াইগ্রামের বেগম রোকেয়া বালিকা উচ্চবিদ্যালয়, চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট হাইস্কুল, বগুড়া কাহালু মডেল মাধ্যমিক বিদ্যালয়, সিলেটের কোম্পানিগঞ্জ থানা সদর মডেল উচ্চবিদ্যালয়, মাদারীপুরের রাজৈর গোপালগঞ্জ কে জে এস পাইলট মডেল ইনস্টিটিউশন, কুড়িগ্রামের রৌমারী সি জি জামান উচ্চবিদ্যালয়, কুড়িগ্রামের রাজিবপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয় এবং হবিগঞ্জের নবীগঞ্জ জে কে মডেল উচ্চবিদ্যালয়।