সিলেটের বিমানবন্দরে দুই কোটি টাকার সমপরিমাণ সৌদি রিয়াল, দিরহাম উদ্ধার

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মুদ্রা পাচারের অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মেজবাহ উদ্দিন (৫৮)। তাঁর কাছ থেকে সৌদি রিয়াল, দিরহাম উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রার ২ কোটি ১৭ লাখ টাকা। 

আজ বুধবার বেলা তিনটার দিকে শুল্ক গোয়েন্দা ও সিভিল এভিয়েশনের কর্মকর্তারা তাঁকে আটক করেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা ছয়টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে মেজবাহ উদ্দিনের আরব আমিরাত যাওয়ার কথা ছিল। গোপন সংবাদ পেয়ে সিভিল এভিয়েশন ও গোয়েন্দা কর্মকর্তারা তাঁর লাগেজ তল্লাশি করেন। কিন্তু স্ক্যান করতে কিছু ধরা পড়ছিল না। একপর্যায়ে মেজবাহ উদ্দিনের লাগেজ ভেঙে ২ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৩ টাকা মূল্যের মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে সিলেট বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা বিদেশি মুদ্রা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।