গাজীপুর ছাড়া সব সিটি নির্বাচনে প্রচার চালাতে পারবেন সাংসদেরা

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন

সিটি করপোরেশন নির্বাচনে প্রচারে অংশ নেওয়ার সুযোগ পাবেন সংসদ সদস্যরা। নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার এই প্রস্তাব অনুমোদন করেছে। আইন মন্ত্রণালয়ের যাচাই–বাছাইয়ের পর এ বিষয়ে পরিপত্র জারি হলে এটি কার্যকর হবে। তবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

দুপুরে কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, সভায় সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা বিধিমালার ১১টি সংশোধনী অনুমোদন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, নির্বাচন কমিশন অনুসন্ধান করে দেখেছে, সংসদ সদস্য পদটি লাভজনক পদ নয়। এ কারণে রাষ্ট্রের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকা থেকে সাংসদদের বাদ দেওয়া হয়েছে। যেকোনো সাংসদই যেকোনো সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন।