উড়োজাহাজ যাত্রীর পায়ুপথে কোটি টাকার সোনার বার

ফাইল ছবি
ফাইল ছবি

শরীরের ভেতর কোটি টাকার সোনার বার লুকিয়ে আনছিলেন তিনি। শেষরক্ষা হয়নি, শুল্ক কর্মকর্তাদের শ্যেনচক্ষুর কাছে ধরা পড়ে গেছেন।

ঘটনাস্থল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল বুধবার রাতে ক্যাথে ড্রাগন এয়ারলাইনসের একটি ফ্লাইটে হংকং থেকে ঢাকায় আসেন নুরুল আজাদ নামের এক যাত্রী। কর্মকর্তাদের জেরা আর ‘দাওয়াইয়ের’ মুখে তাঁর শরীর থেকে বেরিয়েছে দুই কেজি সোনার বার। আর নুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউস উপকমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আজাদ তাঁর অন্তর্বাসের ভেতর থেকে সোনার ছয়টি বার বের করেন। পরে সময়ে আর্চওয়ে স্ক্যানিংয়ে সন্দেহ হলে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর প্রচুর পানি পান ও খাবার খেতে দেওয়া হয়। এর ফলে যাত্রী নিজেই তাঁর পায়ুপথ থেকে আরও নয়টি বার বের করেন।

মিনহাজ উদ্দিন বলেন, সব মিলিয়ে নুরুল আজাদের কাছে সোনার ১৫টি বার পাওয়া যায়। এর মোট ওজন দুই কেজি। শুল্কসহ আটক করা সোনার মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় মামলা করে ওই যাত্রীকে বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে।