জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তিনজনের, আহত আরও ৫

জামালপুরের ইসলামপুর উপজেলার মধ্য দরিয়াবাদ গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় অন্য পাঁচজন আহত হন। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুরের বীরহাতিজা থেকে মধ্য দরিয়াবাদ গ্রাম পর্যন্ত বিদ্যুতের নতুন লাইনের সম্প্রসারণকাজ চলছিল। আজ বিকেল চারটার দিকে শ্রমিকেরা বিদ্যুতের খুঁটি পুঁতছিলেন। ওই সময় একটি বিদ্যুতের খুঁটি পাশের সচল বিদ্যুৎ লাইনের তারের ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। ওই শ্রমিকেরা পানিতে থাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন অন্য পাঁচজন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ইসলামপুর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ভজন কুমার বর্মণ বলেন, ‘বিদ্যুতের নতুন লাইনের সম্প্রসারণের কাজ করার সময় ওই দুর্ঘটনা ঘটে।’ ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।