ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার
গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি করায় বিকাশ সাহা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা-পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার নতুন বান্দুরা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে মোয়াজাদ্দিদ হোসেন নামের এক ব্যক্তি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে থানায় মামলা করেছেন।

পুলিশের ভাষ্য, বুধবার ফেসবুকে ‘তোমার যেখানে শেষ’ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করা একটি ভিডিওতে বিকাশ মন্তব্য করেন। তাঁর মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। স্থানীয় অনেকেই এতে ক্ষোভ প্রকাশ করেন। রাতেই নিজ বাসা থেকে বিকাশকে আটক করে পুলিশ। পরে মোয়াজাদ্দিদ হোসেনের মামলায় বিকাশকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়।

মোয়াজাদ্দিদ হোসেন বলেন, ওই মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে।

বিকাশ সাহা বলেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক করে তাঁকে ফাঁসানোর জন্য এ কাজ করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ‘আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।