গোয়ালন্দে মাতাল হয়ে শিক্ষককে মারধরের অভিযোগ

রাজবাড়ী
রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে মাতলামি করতে নিষেধ করায় এক মাদকসেবীর মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মাহাফুজুর রহমান মিলন (৩৬) নামের এক স্কুলশিক্ষক। রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার (২৩ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মাতলামির অভিযোগে রাতেই ঘটনাস্থল থেকে ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিক সরদারকে (৫৮) আটক করেছে পুলিশ। তবে মাহাফুজকে আক্রমণকারী মজিবর রহমানকে (৪৫) পুলিশ আটক করতে পারেনি।

মাহাফুজুর রহমানের অভিযোগ, বুধবার দিবাগত রাতে তার বাড়ির সামনে ইউপি সদস্য সিদ্দিক সরদার ও মজিবর রহমান মিলে মাতলামি করছিলেন। তাদের বুঝিয়ে সেখান থেকে সরাতে গেলে তাঁরা চড়াও হন। তারা লাঠি দিয়ে মারধর করেন। ঘটনাটি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে ওই ইউপি সদস্যকে আটক করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, ওই ইউপি সদস্যকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে আজ বৃহস্পতিবার তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসার উদ্দিন বলেন, রাতে এ ধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।