কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ইমরান খান

লেখক ইমরান খান।
লেখক ইমরান খান।

কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে লেখক ইমরান খানের ছোটগল্প ‘জ্যামিতিক জাদুকর’। কমনওয়েলথভুক্ত ৪৭টি দেশের হাজার হাজার গল্পের মধ্য থেকে ২৪টি গল্প বেছে নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্য থেকে একটি গল্প এ বছরের কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের জন্য বিবেচিত হবে। এ ছাড়া পাঁচটি অঞ্চল থেকে পাঁচটি গল্পকে পুরস্কৃত করা হবে।

টানা সপ্তমবারের মতো এই পুরস্কার ঘোষিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার কমনওয়েলথের ওয়েবসাইটে এবারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

ইমরান খানের ‘জ্যামিতিক জাদুঘর’ গল্পটি (দ্য জিওমেট্রিক উইজার্ড) ১৯৪৭ সালের দেশ বিভাগের পটভূমি নিয়ে লেখা হয়েছে। ওই বিভক্তি বাংলার বুকে এক গভীর ক্ষত সৃষ্টি করে। লাখ লাখ মানুষ গৃহহীন ও আশ্রয় হারিয়েছিল। এ গল্পে বলা হয় এমন এক শিল্পীর কথা, যিনি দেশ বিভাজনের কারণে তাঁর স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হয়ে যান। ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসার বিরুদ্ধে যার শিল্পীসত্তা একসময় বিদ্রোহ করে।

ইমরান খানের গল্পটিই একমাত্র গল্প, যেটি ইংরেজি ভাষায় লেখা নয়। বাংলা ভাষায় লেখা গল্পটির ইংরেজি অনুবাদ করেছেন অরুণাভ সিনহা।