মেহেরপুরে নির্ধারিত সময়ের আগে হিমসাগর আম উত্তোলন করায় সাজা

জেলা প্রশাসনের নির্ধারিত সময়ের আগেই হিমসাগর আম উত্তোলন করে বাজারজাত করার অপরাধে এক আম ব্যবসায়ীকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মুজিবনগর, মেহেরপুর, ২৪ মে। ছবি: প্রথম আলো
জেলা প্রশাসনের নির্ধারিত সময়ের আগেই হিমসাগর আম উত্তোলন করে বাজারজাত করার অপরাধে এক আম ব্যবসায়ীকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মুজিবনগর, মেহেরপুর, ২৪ মে। ছবি: প্রথম আলো

জেলা প্রশাসনের নির্ধারিত সময়ের আগেই হিমসাগর আম উত্তোলন করে বাজারজাত করার অপরাধে এক আম ব্যবসায়ীকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেহেরপুরের মুজিবনগরে আবদুস সামাদ নামের এক আম ব্যবসায়ীকে দুই দিনের জেল দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তারের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উপজেলার শিবপুর গ্রামের একটি আমবাগানের ভেতর তাঁকে এই দণ্ড দেওয়া হয়।

কারাদণ্ড পাওয়া আবদুস সামাদ কুমিল্লার মেঘনা উপজেলার শান্তারগাঁয়ের মৃত তনু মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শিবপুরে আমবাগানে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই আম উত্তোলন করে পাকানোর জন্য রাসায়নিক মেশানো হচ্ছে বলে খবর পাওয়া যায়। ১৫ মণ হিমসাগর আমে রাসায়নিক মিশ্রণের প্রক্রিয়া চলা অবস্থায় আবদুস সামাদকে আটক করা হয়।

ইউএনও নাহিদা আক্তার বলেন, হিমসাগর আম ২৮ মে থেকে বাজারজাত করার কথা। তার আগেই জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে অপরিপক্ব ১৫ মণ হিমসাগর আমে রাসায়নিক মিশিয়ে বাজারজাত করার প্রক্রিয়া চালানো হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় আম বিনষ্ট করে ব্যবসায়ী আবদুস সামাদকে দুই দিনের জেল দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৫ মণ হিমসাগর আম নষ্ট করা হয়েছে।