কলাপাড়ার আন্ধারমানিক নদ থেকে শ্রমিকের লাশ উদ্ধার

পটুয়াখালী
পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদ থেকে মো. শাহজাহান প্রধানের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় ড্রেজার শ্রমিক। কলাপাড়া থানা-পুলিশ আজ শুক্রবার সকালে ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকায় আন্ধারমানিক নদের পাড় থেকে লাশটি উদ্ধার করেছে। শাহজাহান প্রধানের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার আকালিয়া গ্রামে।

পুলিশের ভাষ্য, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের উন্নয়নকাজের জন্য আন্ধারমানিক নদ থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কাজ চলছে। শাহজাহান প্রধান ড্রেজার শ্রমিক হিসেবে বালু উত্তোলনের কাজ করতেন। বুধবার সকালে বালু উত্তোলনের কাজ করার সময় নদীতে পড়ে যান শাহজাহান প্রধান। তাৎক্ষণিকভাবে তাঁর সন্ধান না পাওয়ায় বুধবার দুপুরে শাহজাহান প্রধানের ভাইয়ের ছেলে আল আমিন প্রধান কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।