মাগুরায় খড়িবোঝাই ট্রাক উল্টে হতাহত ৩

মাগুরায় খড়ি (জ্বালানি) বোঝাই ট্রাক উল্টে সড়কের পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছে। চালকসহ দুজন গুরুতর আহত। আজ শনিবার সকালে মাগুরা সদর উপজেলার আবালপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম নূর ইসলাম (২৭)। বাড়ি সদর উপজেলার জাগলা গ্রামে। মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তাইজুল ইসলাম জানান, ট্রাকটি খড়ি বোঝাই করে আলমখালী থেকে জাগলা গ্রামে ফিরছিল। সকাল পৌনে আটটার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কে আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় খড়ির নিচে চাপা পড়েন নূর ইসলাম। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ট্রাকের ওপরে বসে ছিলেন।

গুরুতর আহত হন চালক মো. মামুন (২৫) ও তাঁর পাশে থাকা জসিম উদ্দিন (২৪)। আহত দুজনকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।