ফরিদগঞ্জে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী লাল বাদশা নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবু সাঈদ বাদশা ওরফে লাল বাদশা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আবু সাঈদ ১০টি মাদক মামলার আসামি বলে জানা গেছে। নিহত আবু সাঈদ ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের আবদুর রশিদ ছৈয়ালের ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের একটি দল অভিযানে বের হয়। সে সময় ফরিদগঞ্জের গুপ্টি ব্রিজ এলাকায় গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন আবু সাঈদ বাদশা। আহত অবস্থায় তাঁকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় ১০টি মাদক মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে ১১১ পিচ ইয়াবা বড়ি, ১টি একনলা বন্দুক, ৪টি গুলি ও ১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।