কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার ছয় মাসের জামিন

খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

নাশকতার অভিযোগে কুমিল্লায় করা দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানহানির অভিযোগে নড়াইলে করা এক মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, কুমিল্লার দুই মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এখন তিনি তিন মামলায় জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

মাহবুব উদ্দিন খোকন বলেন, নড়াইলের একটি, ঢাকার দুটি ও কুমিল্লার অপর একটি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়নি। এখন যদি সরকার অসৎ উদ্দেশ্যে অন্য মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার না দেখায়, তবে তাঁর কারামুক্তিতে কোনো আইনগত বাধা থাকছে না।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, নাশকতার অভিযোগে কুমিল্লায় করা দুই মামলায় খালেদা জিয়া ছয় মাসের জামিন পেয়েছেন। মানহানির অভিযোগে নড়াইলে করা এক মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উত্থাপিত হয়নি বলে তা খারিজ হয়েছে। এ ছাড়া কুমিল্লার অপর একটি মামলা বাতিল ও জামিন চেয়ে খালেদা জিয়া একটি আবেদন করেছেন। আবেদনটি একই বেঞ্চের তালিকায় রয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে আছেন খালেদা জিয়া।