চট্টগ্রামের আকতার হত্যা মামলার রায়ে দুই বন্ধু ফাঁসি

চট্টগ্রামে এক বন্ধুকে খুনের দায়ে অন্য দুই বন্ধুর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন আলী আজম ও মো. আলম। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন মো. আলম। আলী আজম জামিন নিয়ে পলাতক রয়েছেন।

রায়ের পর সরকারি কৌঁসুলি দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাটহাজারীর ফতেপুরে অটোরিকশাচালক আকতার হোসেনকে খুন করে লাশ বিশ্ববিদ্যালয়-সংলগ্ন জঙ্গলে ফেলে দেওয়া হয়। ঘটনার আগের দিন আকতার তাঁর গাড়িটি ২ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করেন। ওই টাকা ছিনিয়ে নিতে পরদিন বন্ধুরা তাঁকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন জঙ্গলে নিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মো. রফিক বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। দণ্ডাদেশপ্রাপ্ত আলী আজম ও মো. আলম ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরের বছরের ৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।

মামলার বাদী নিহত ব্যক্তির ভাই মো. রফিক সাংবাদিকদের বলেন, এই রায়ে তাঁরা সন্তুষ্ট। উচ্চ আদালতে যেন এই সাজা বহাল থাকে। আসামিদের সাজা দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।