বিএনপি-জামায়াতের 'অপকর্ম' কূটনীতিকদের জানাল আ.লীগ

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে ‘চলতি রাজনৈতিক ইস্যু নিয়ে কূটনৈতিক ব্রিফিং’ করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি। ছবি: আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সৌজন্যে
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে ‘চলতি রাজনৈতিক ইস্যু নিয়ে কূটনৈতিক ব্রিফিং’ করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি। ছবি: আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সৌজন্যে

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে ‘চলতি রাজনৈতিক ইস্যু নিয়ে কূটনৈতিক ব্রিফিং’ করেছে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি। আজ সোমবার দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ব্রিফিংটি অনুষ্ঠিত হয়েছে বলে আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশ সরকারের আর্থসামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা কূটনীতিকদের সামনে উপস্থাপন করা হয়। এ সময় সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি বিএনপি তাদের অপরাধ-অপকর্ম এবং দলটির সহযোগী জামায়াতে ইসলামের কর্মকাণ্ড নিয়েও আলোকপাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পাশাপাশি কূটনীতিকদের ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির ব্রিফিং। ছবি: আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সৌজন্যে
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির ব্রিফিং। ছবি: আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সৌজন্যে

আওয়ামী লীগের নবগঠিত আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্যদের কূটনীতিকদের সঙ্গে পরিচিত করানো হয়। পাশাপাশি ব্রিফিংয়ে সাম্প্রতিক রাজনীতির হালচাল, নির্বাচন ও গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক ও রোহিঙ্গা সংকট বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গাদের পুনর্বাসনে চাপ প্রয়োগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাশিয়া, চীন ও ভারতের কাছ থেকে সহায়তার আহ্বানও করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সভাপতি মো. জমির, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, হাবিবে মিল্লাতসহ উপকমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।