সমতার ভিত্তিতে জনসংযোগ কর্মকর্তা পদায়নের দাবি

বিসিএস (তথ্য) ক্যাডারের সব অংশ থেকে সমতার ভিত্তিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) পদায়নের দাবি জানিয়েছে বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি। এ দাবি জানিয়ে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে সমিতির পক্ষ থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, পিএসসির নিয়োগের মাধ্যমে তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ বেতারের সব কর্মকর্তা একই বুনিয়াদি প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষার মাধ্যমে চাকরিতে স্থায়ী হন। এ ক্ষেত্রে পিআরও পদায়নে পিআইডি, গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া বৈষম্যমূলক ও অযৌক্তিক। ন্যায্যতার ভিত্তিতে বিসিএস (তথ্য) ক্যাডারের ১২১, ১২২ ও ১২৩ কোডের কর্মকর্তাদের জনসংযোগ কর্মকর্তা পদে সমানুপাতিক হারে পদায়ন করলে কর্মকর্তাদের মাঝে বিরাজমান অসন্তোষ ও বৈষম্য নিরসন সম্ভব হবে। বিজ্ঞপ্তি