নসিমনকে পেছন থেকে বাসের ধাক্কা, নিহত ২

যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে একটি নসিমন ভাড়া করে শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে আম সংগ্রহ করতে যাচ্ছিলেন পাঁচ ব্যবসায়ী। পেছন থেকে একটি বাস তাঁদের নসিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন।

আজ মঙ্গলবার ভোরে শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (২৭) ও জিয়ারুল ইসলাম (৩৫)। তাঁদের বাড়ি ঝিকরগাছার কুমরী গ্রামে। আহত তিন আম ব্যবসায়ীকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নসিমনচালকের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও একজন প্রত্যক্ষদর্শী জানান, ভোরে ঝিকরগাছা উপজেলার পাঁচ আম ব্যবসায়ী আম সংগ্রহ করতে নসিমনে করে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে শার্শা উপজেলার শ্যামলাগাছির দিকে যাচ্ছিলেন। ভোর চারটার দিকে নসিমনটি উপজেলার ত্রিমোহনী এলাকায় পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দূরপাল্লার একটি বাস নসিমনটিকে পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জাহিদুল ইসলাম মারা যান। স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জিয়ারুল ইসলাম মারা যান।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পলিটন মিয়া বলেন, ‘নসিমনের সঙ্গে দূরপাল্লার বাসের ধাক্কায় নসিমনে থাকা দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। বাসটি পালিয়ে গেছে।’