মাশরাফি-সাকিব নির্বাচন করতে পারেন, ইঙ্গিত মন্ত্রীর

মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান
মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান

ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচন করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, তাঁরা যদি নির্বাচনে আসেন, তাহলে তাঁদের ভোট দেবেন।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

আজকের একনেক সভায় মাগুরার জেলার রেলওয়ের একটি প্রকল্প পাস হয়েছে। এই প্রকল্পটি সম্পর্কে বলতে গিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ভবিষ্যতে মাশরাফি নির্বাচন করবে। এটা শিওর। ও (মাশরাফি বিন মুর্তজা) ভালো মানুষ। তাঁকে ভোট দেবেন।’

এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন, মাশরাফি তো বিএনপি থেকেও নির্বাচন করতে পারেন? এর উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সে যে দল থেকেই নির্বাচন করুক, তাকে সহযোগিতা করবেন।’

সাকিব আল হাসান প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে পরিকল্পনামন্ত্রীর উত্তর, সাকিবেরও বয়স হয়েছে। সে–ও নির্বাচন করতে পারে।

এ সময় সাংবাদিকেরা বলেন, ২০১৯ সালের বিশ্বকাপের মাশরাফি ও সাকিব দুজনেই খেলবেন, তাহলে? উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, খেললে সমস্যা কী? আমিও নির্বাচন করি, আবার ক্রিকেটের সঙ্গে আছি।

উল্লেখ্য, মাশরাফি বিন মুর্তজার বাড়ি নড়াইল ও সাকিব আল হাসানের বাড়ি মাগুরায়।