মাদকবিরোধী অভিযানে ইসলামবাগ ও হাজারীবাগে আটক অর্ধশত

পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। কেল্লার মোড়, লালবাগ, ঢাকা, ২৯ মে। ছবি: সাজিদ হোসেন
পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। কেল্লার মোড়, লালবাগ, ঢাকা, ২৯ মে। ছবি: সাজিদ হোসেন

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ ও হাজারিবাগ এলাকা থেকে দুটি পৃথক অভিযানে প্রায় অর্ধশত মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।

আজ মঙ্গলবার বেলা আড়াইটায় চকবাজারের পশ্চিম ইসলামবাগ এলাকায় অভিযান শুরু করে পুলিশ। পুলিশের লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মো. ইব্রাহীম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা পশ্চিম ইসলামবাগ এলাকায় যে অভিযান চালিয়েছি, তাতে ৩৯ জনকে আটক করা হয়েছে। ওই এলাকা থেকে ৮০০ পুরিয়া হেরোইন, ৩৭০টি ইয়াবা বড়ি, ২ কেজি গাঁজা ও ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

তালিকাভুক্ত কোনো বড় ব্যবসায়ীকে আটক করা হয়েছে কি না, এমন প্রশ্নে ইব্রাহীম খান বলেন, যাঁদের ধরেছি, তাঁদের মধ্যে তালিকাভুক্ত কেউ আছে কি না, তা মিলিয়ে দেখা হচ্ছে।

মাদকবিরোধী অভিযানের সময় এক যুবকের শরীর তল্লাশি করে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেল্লার মোড়, লালবাগ, ঢাকা, ২৯ মে। ছবি: সাজিদ হোসেন
মাদকবিরোধী অভিযানের সময় এক যুবকের শরীর তল্লাশি করে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেল্লার মোড়, লালবাগ, ঢাকা, ২৯ মে। ছবি: সাজিদ হোসেন

হাজারীবাগের অভিযানে সাতজনকে আটক করেছে র‍্যাব-২। আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার মিরপুর ও যাত্রাবাড়ীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৭৫ জনকে আটক করেছিল পুলিশ। দুটি স্থান থেকেই ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

এর আগে গত শনিবার রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রায় এক হাজার র‍্যাব সদস্য দুই ঘণ্টাব্যাপী মাদকবিরোধী অভিযান চালান। যদিও সেই অভিযানে ক্যাম্পের মূল মাদক ব্যবসায়ীদের কেউ ধরা পড়েনি। আটক করা হয় ১৫৩ জনকে। আর সেই রাতেই রীতিমতো আয়োজন করে রাজধানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছিল সহস্রাধিক পুলিশের বাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দ হওয়া কিছু মাদকদ্রব্য। কেল্লার মোড়, লালবাগ, ঢাকা, ২৯ মে। ছবি: সাজিদ হোসেন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দ হওয়া কিছু মাদকদ্রব্য। কেল্লার মোড়, লালবাগ, ঢাকা, ২৯ মে। ছবি: সাজিদ হোসেন

গত রোববার পুলিশ কারওয়ান বাজার রেলবস্তিতে অভিযান চালায়। ভাসমান মাদকের হাট হিসেবে পরিচিত কারওয়ান বাজার থেকে পুলিশ ৪ হাজার ৪০০টি ইয়াবা, ৮ কেজি গাঁজা ও ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটক করা হয় ৫৩ জনকে। একই দিনে ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের আবাসিক এলাকা গণকটুলী সিটিপল্লিতে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালায় পুলিশের রমনা বিভাগ। অভিযানে ডগ স্কোয়াড ব্যবহার করা হয়। দুই ঘণ্টার অভিযানে পুলিশ মোট ১০৫ জন নারী-পুরুষকে ধরে পাশের লেদার টেকনোলজি ইনস্টিটিউটের মাঠে জড়ো করে। অভিযানের সময় পুলিশ সিটিপল্লির বিভিন্ন জায়গায় ‘মাদকবিরোধী অভিযান চলছে’ লেখা সাইনবোর্ড লাগায়। পরে অবশ্য আটক ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়। আর ৩৬৩টি ইয়াবা বড়ি, ২৯ বোতল ফেনসিডিল ও দেড় হাজার লিটার চোলাই মদ জব্দ ও কারখানা সিলগালা করা হয়।