ফিটনেসবিহীন বাস রং করায় কারখানা সিলগালার নির্দেশ দিলেন কাদের

ডেমরার মাতুয়াইলের একটি কারখানায় পুরোনো গাড়ি রং করার জন্য জড়ো করা হয়েছে। ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: সাইফুল ইসলাম
ডেমরার মাতুয়াইলের একটি কারখানায় পুরোনো গাড়ি রং করার জন্য জড়ো করা হয়েছে। ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: সাইফুল ইসলাম

সামনে ঈদ থাকায় প্রতিবারের মতো এবারও ফিটনেসবিহীন বাস রং করে রাস্তায় নামানোর জন্য বিভিন্ন বাসমালিক সক্রিয়। বিষয়টি গণমাধ্যমে জানার পর বাস মেরামতের কিছু ওয়ার্কশপ পরিদর্শনে গিয়ে বেশ কয়েকটি ওয়ার্কশপ সিলগালা করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুরে মন্ত্রী ওবায়দুল কাদের মিরপুরের মাজার রোডের মোস্তফা ইঞ্জিনিয়ারিং এবং গাবতলী থেকে টেকনিক্যাল যেতে রাস্তার পাশের মোটর ওয়ার্কশপগুলো ঘুরে ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় ওবায়দুল কাদের পুলিশ কর্মকর্তাদের বলেন, ‘আমি খবর পেয়ে এসেছি। এখানে ফিটনেসবিহীন গাড়ি রং করে রাস্তায় ছাড়া হয়। এটা তো সম্পূর্ণ বেআইনি। এগুলো তোমরা দেখ না?’

ওয়ার্কশপগুলো পরিদর্শনের সময় বেশ কয়েকটি ওয়ার্কশপ সিলগালা করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ মন্ত্রী কাদের। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করে পুলিশ।

পুরোনো গাড়ি রং করার কাজ চলছে। ছবি: প্রথম আলো
পুরোনো গাড়ি রং করার কাজ চলছে। ছবি: প্রথম আলো

সাংবাদিকদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিএ যে ড্রাইভ করছে, এর উৎসমুখটা বন্ধ করা দরকার। রাস্তায় দু-একটি ফিটনেসবিহীন গাড়ি ধরে লাভ নেই। কারণ এগুলো শত শত। এগুলো কারখানা, এসব কারখানাকে মানুষ মারার কারখানা ছাড়া আর কিছু বলা যায় না।’

ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ওয়ার্কশপ সিলগালা করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যানজটটা হচ্ছে এসব ফিটনেসবিহীন গাড়ির কারণে। এখানে মিরপুরে আজ দুটি কারখানা দেখলাম। এ দুটিতে যে অবস্থা, এ অবস্থা রীতিমতো ভয়াবহ এবং এসব গাড়ি রাস্তায় যাবে। বাইরে দেখা যাবে ফিটফাট ভেতরে সদরঘাট!’ তিনি আরও বলেন, ‘এই গাড়িগুলো ঈদ সমনে রেখে রাস্তায় যাবে। জায়গায় জায়গায় নষ্ট হবে। রাস্তা বন্ধ করে দেবে, লম্বা যানজট সৃষ্টি হবে। এগুলোর উৎসমুখ বন্ধ করতে হবে। এই ব্যাপারে আমরা প্রথম থেকেই সতর্ক অবস্থানে আছি। প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতেই হবে। এর কোনো বিকল্প নেই।’