ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

রাজধানীর শ্যামপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত একজন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন মো. আলী (২২) ও রেজাউল (২০)। আহত হয়েছেন হাফিজুল (২৩)।

বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার পর তিন শ্রমিককে তাঁদের সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সহকর্মী হৃদয় জানান, শ্যামপুর পুরোনো আলীবহর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের একতলায় নির্মাণকাজ করার সময় তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁরা কাঁধে করে রড ওপরে ওঠানোর সময় ভবনের পাশের বিদ্যুতের তারে তা স্পর্শ করে। এতে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, নিহত আলী ও রেজাউলের লাশের ময়নাতদন্ত হবে। এ জন্য তাঁদের লাশ মর্গে রাখা হয়েছে। আহত হাফিজুল চিকিৎসাধীন রয়েছেন।