ঢাকায় জলাবদ্ধতা রয়েই গেল

এবারের বর্ষায়ও যে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। বর্ষার আগের বৃষ্টিতেই আবার পানিতে তলিয়ে যাচ্ছে ঢাকার অনেক সড়ক। ধীর গতিতে সংস্কারকাজের কারণে অনেক সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। খানাখন্দ দুর্ভোগের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। আজ ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ছবিগুলো বৃহস্পতিবারের।

একটু বৃষ্টিতেই পানির নিচে চলে যায় ইনার সার্কুলার রোড। আরামবাগ, ঢাকা। ছবি: আবদুস সালাম
একটু বৃষ্টিতেই পানির নিচে চলে যায় ইনার সার্কুলার রোড। আরামবাগ, ঢাকা। ছবি: আবদুস সালাম
খিলগাঁওয়ের তিলপাপাড়ার ৯ নম্বর সড়কে পানি। ছবি: আবদুস সালাম
খিলগাঁওয়ের তিলপাপাড়ার ৯ নম্বর সড়কে পানি। ছবি: আবদুস সালাম
চানখাঁরপুল এলাকায় জলাবদ্ধতা। ছবি: দীপু মালাকার
চানখাঁরপুল এলাকায় জলাবদ্ধতা। ছবি: দীপু মালাকার
জমে থাকা পানি মাড়িয়ে কোচিং সেন্টার থেকে ফিরছে শিশুরা। দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা। ছবি: আবদুস সালাম
জমে থাকা পানি মাড়িয়ে কোচিং সেন্টার থেকে ফিরছে শিশুরা। দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা। ছবি: আবদুস সালাম
জলাবদ্ধতার কারণে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। ইনার সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা। ছবি: আবদুস সালাম
জলাবদ্ধতার কারণে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। ইনার সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা। ছবি: আবদুস সালাম
জলাবদ্ধতার কারণে ধীরে চলছে যানবাহন। মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালাম
জলাবদ্ধতার কারণে ধীরে চলছে যানবাহন। মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালাম
পানি জমলে বেগম রোকেয়া সরণিতে নেমে যায় নৌকা। কাজীপাড়া, ঢাকা। ছবি: প্রথম আলো
পানি জমলে বেগম রোকেয়া সরণিতে নেমে যায় নৌকা। কাজীপাড়া, ঢাকা। ছবি: প্রথম আলো