বেনাপোলে ব্যাগে মিলল হুন্ডির ৩৬ লাখে বেশি টাকা

যশোরের বেনাপোলে ৩৬ লাখের বেশি হুন্ডির টাকা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বাজারের একটি ভবন থেকে হুন্ডির ওই টাকা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে।

পাচারকারীর নাম রেজাউল করিম (৪০)। তিনি শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের হোসেন মোল্লার ছেলে।

বিজিবি জানায়, বিকেলে বেনাপোল বাজারের আনসার ভিডিপি ব্যাংকের পাশের ভবনের তৃতীয় তলায় হুন্ডির টাকার একটি ব্যাগ নিয়ে রেজাউল করিম অপেক্ষা করছিলেন। এক সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে ৫৪টি টাকার বান্ডিল পাওয়া যায়। বান্ডিলগুলো কাগজের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। বান্ডিলগুলোর মধ্যে ২ হাজার ২০০টি ১০০০ টাকার নোট, ২০০০ টাকার ৯০০টি, ৫০০ টাকার নোট এবং ৩০০টি ১০০ টাকার নোট পাওয়া যায়। মোট টাকার পরিমাণ ৩৬ লাখ ৮০ হাজার।

বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান মল্লিক বলেন, আটক রেজাউল করিম একজন হুন্ডি পাচারকারী। তাঁর বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। আর উদ্ধার করা টাকা জমা দেওয়া হয়েছে থানায়।