এখন রুখে দাঁড়াবার সময়: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন তাঁদের হারাবার কিছু নেই। তাঁরা সবকিছু হারিয়ে ফেলেছেন। তাই এখন রুখে দাঁড়াবার সময় এসেছে।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে দলটির নেতা মাসুদ অরুনের লেখা গানের সিডি ‘রণধ্বনি’ উদ্বোধনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে, অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। এটা নজিরবিহীন।

মির্জা ফখরুলের বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এখন সময় এসেছে রুখে দাঁড়াবার। সময় এসেছে একেবারে প্রতিবাদ করার, প্রতিরোধ করবার। আজকে প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব হচ্ছে এই ভয়াবহ পরিণতি থেকে দেশকে ও জাতিকে রক্ষা করা।’

সাবেক সাংসদ মাসুদ অরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি, বজলুল বাসিত আনজু বক্তব্য দেন।