মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত দুই বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে এসেছে

আইএসপিআরের সৌজন্যে
আইএসপিআরের সৌজন্যে

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি দুই শান্তিরক্ষী আরজান হাওলাদার ও মো. রিপুল মিয়ার মরদেহ দেশে এসেছে। আজ শুক্রবার সকালে তাঁদের মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে আরজান হাওলাদার ও রিপুল মিয়ার মরদেহ ঢাকা সেনানিবাসে নেওয়ার পর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পর সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার নিহত দুই শান্তিরক্ষীর সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তাঁদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ি পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাঁদের মরদেহ দাফন করা হয় বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশি শান্তিরক্ষী আরজান হাওলাদার ও মো. রিপুল মিয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সামরিক ও বেসামরিক যানবাহনের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। গত ২৬ মে সেখানে এক সড়ক দুর্ঘটনায় তাঁরা নিহত হন।