কসবায় গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গণপিটুনিতে নিহত হয়েছেন সন্দেহভাজন অজ্ঞাতনামা এক ডাকাত। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। ডাকাতদের ছুরিকাঘাতে সুমন মিয়া নামের এক যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ গ্রামের বাসিন্দা সোহাগ মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। গতকাল রাতে তিনি ছুটিতে বাড়িতে আসেন। দিবাগত রাত দুইটার দিকে তিনিসহ চার ব্যক্তি মোটরসাইকেলে চারগাছ গ্রামের উদ্দেশে রওনা করেন। মোটরসাইকেল তিনলাখপীর-চারগাছ সড়কের রাইতলা এলাকায় পৌঁছালে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে তাঁদের গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়।

এ সময় যাত্রীরা চিৎকার করতে থাকেন। তাঁরা একই সঙ্গে ডাকাতদেরও প্রতিহত করার চেষ্টা করতে থাকেন। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে আসে। এ সময় ডাকাত দলের অন্যরা পালিয়ে গেলেও একজন পুকুরের পানিতে পড়ে যায়। পরে জনতার পিটুনিতে ওই ডাকাত নিহত হয়।

এদিকে ডাকাতদের ছুরিকাঘাতে সুমন নামের এক যাত্রী আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে টহলরত পুলিশ রাতেই নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল করিম প্রথম আলোকে বলেন, ডাকাতির সময় জনতার পিটুনিতে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়েছে। ছুরিকাহত হয়েছেন এক যাত্রী। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।