ঢাকার মিরপুরে নব্য জেএমবির ৪ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে দারুস সালাম থানা এলাকা থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার চারজন নব্য জেএমবির সদস্য।

গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে ওই চারজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও মুঠোফোন উদ্ধার করা হয় হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার চারজন হলেন সিরাজুল ইসলাম ওরফে সবুজ (৩২), মো. জাহাঙ্গীর আলম ওরফে আমজাদ (২৭), মো. আবদুল্লাহ আল মারুফ (৩০) ও মো. আনোয়ার হোসেন (৩৫)।

ডিএমপির নিউজ পোর্টালে বলা হয়, গ্রেপ্তার চার যুবক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির ‘বিবিএম’ গ্রুপের চার সক্রিয় সদস্য। দারুস সালামের বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। চারজনই নব্য জেএমবির কথিত আমির আইয়ুব বাচ্চুর সহযোগী। তাঁরা ঢাকা জেলার সাভার ও আশপাশের এলাকায় উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন। তাঁদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।