কুমিল্লায় ৩৫ মাদকসেবীর ২০ দিন করে কারাদণ্ড

আইন ও বিচার
আইন ও বিচার

কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৩৫ জনকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপালি মণ্ডল এই সাজা দেন।

শনিবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় বলে জানান সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও অভিযানে অংশ নেন।

পুলিশ জানিয়েছে, অভিযানে ৩৫ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে আজ সকালে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ইউএনও রূপালি মণ্ডল ওই আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ডাদেশ দেন। 

ওসি নজরুল ইসলাম বলেন, রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।