মাদারীপুরে যাত্রীবাহী বাস উল্টে চালক নিহত, আহত ১০

মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ছবি: ছবি: অজয় কুন্ডু
মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ছবি: ছবি: অজয় কুন্ডু

মাদারীপুরে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যাওয়ার ঘটনায় বাসচালক নিহত হয়েছেন। আহত অন্তত ১০ জন।

আজ মঙ্গলবার ভোরে কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালকের নাম রবিউল ইসলাম (৩৫)। বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার চরপ্রসন্নদী এলাকায়। বাবার নাম হাশেম বেপারী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল যাচ্ছিল। ভোররাত সাড়ে চারটার দিকে কালকিনির পান্তাপাড়া এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারান। বাসটি মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন রবিউল। আহত ১০ জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নিত্যগোপাল সরকার প্রথম আলোকে বলেন, খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে যান। দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। যাত্রীবাহী বাসটি উদ্ধারে কাজ চলছে।

বাসচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।