এবার বাইসাইকেল শেয়ারিং সেবা

দেশে প্রথমবারের মতো চালু হয়েছে মুঠোফোনভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা ‘জোবাইক’। গতকাল সোমবার দুপুরে কক্সবাজারে পরীক্ষামূলকভাবে এই সেবা শুরু হয়েছে। যেকেউ এ সেবা পাবেন বিনা মূল্যে।

শহরের সৈকতের কলাতলী হাঙর ভাস্কর চত্বরে সেবা কার্যক্রম উদ্বোধন করেন জোবাইকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মেহেদী রেজা। এ সময় উপস্থিত ছিলেন সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহারুল কুদরত খান, পাবলো অ্যাগুয়ো, পরিচলন ব্যবস্থাপক ইসতিয়াক আহমেদ প্রমুখ।

মেহেদী রেজা বলেন, ছেলেমেয়ে উভয়ের ব্যবহার উপযোগী হিসেবে তৈরি জোবাইকের স্মার্ট এই সাইকেলের সঙ্গে আছে অত্যাধুনিক লক, সোলার প্যানেল, জিপিএস ইত্যাদি। এই সাইকেলের লক খোলার জন্য দরকার হবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যাপ ডাউনলোড করার পর অ্যাকাউন্ট খুলে সাইকেলের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করে সাইকেলটি ব্যবহার করা যাবে। পরীক্ষামূলক পর্যায়ে কক্সবাজারের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট থেকে এই সেবা নেওয়া যাবে। আগামী মাসের প্রথম সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এই সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।