চুয়াডাঙ্গায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম হৃদয় মিয়া (২৮)। লাশটি দর্শনা-পরাণপুর বালুরমাঠ এলাকায় পড়েছিল।

পুলিশের দাবি, হৃদয় তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও নীলফামারী জেলার বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রয়েছে। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিরোধের কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন। তবে পরিবার দাবি করছে তাঁকে গত মঙ্গলবার বিকেল সাদা পোশাকের পুলিশে তুলে নিয়ে যায়।

হৃদয় দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়ার বাচ্চু মিয়ার ছেলে। হৃদয়ের দাদা আবুল হোসেন দাবি করেন, হৃদয় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। গত মঙ্গলবার বিকেলে সাদা পোশাকে একদল পুলিশ তাঁকে বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর দু’দিন ধরে অনেক খোঁজাখুঁজি করা হয়। আজ বৃহস্পতিবার সকালে গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, তাঁর জানা মতে সাদা পোশাকে পুলিশ মঙ্গলবার বিকেলে দর্শনা হঠাৎপাড়ায় কোনো অভিযান চালায়নি। লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।