ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ২৪

রাজধানীর পুরোনো ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজা, প্যাথেড্রিন ইনজেকশন  ও দেশি মদ জব্দ করা হয়। ছবি: দীপু মালাকার
রাজধানীর পুরোনো ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজা, প্যাথেড্রিন ইনজেকশন ও দেশি মদ জব্দ করা হয়। ছবি: দীপু মালাকার

রাজধানীর পুরোনো ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে দুজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মাদক বিরোধী অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (এডিসি) ইব্রাহিম খান প্রথম আলোকে বলেন, আমরা শাঁখারীবাজার, রাজার দেউড়ি, বাসা বাড়ি লেনের সুইপার কলোনি এসব জায়গায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছি। আটক ব্যক্তিদের মধ্যে ২ জন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আছে। ঘটনাস্থল থেকে ২০৫ পিচ ইয়াবা, ২ হাজার ৫০০ পুরিয়া হেরোইন, ৬ কেজি গাঁজা, প্যাথেড্রিন ইনজেকশন ৪০টি এবং প্রায় ৫০ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রাজধানীর পুরোনো ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে পুলিশ। ছবি: দীপু মালাকার
রাজধানীর পুরোনো ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে পুলিশ। ছবি: দীপু মালাকার

গতকাল বুধবার ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে আবারও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করা হয়। এর আগে গত ২৭ মে এই ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে ১৫৩ জনকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রাজধানীর পুরোনো ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজা, প্যাথেড্রিন ইনজেকশন  ও দেশি মদ জব্দ করা হয়। ছবি: দীপু মালাকার
রাজধানীর পুরোনো ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজা, প্যাথেড্রিন ইনজেকশন ও দেশি মদ জব্দ করা হয়। ছবি: দীপু মালাকার