রাজধানীতে দুই দিনে মাদকবিরোধী অভিযানে শতাধিক আটক

রাজধানীতে দুই দিনে মাদকবিরোধী অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর দক্ষিণ খান এলাকায় অভিযান চালানো হয়। এ বিষয়ে পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার নাবিদ কামাল প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দক্ষিণ খানের বালুরমাঠ, কোটবাড়ী, মধুবাগ ও ফায়দাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে ২০০ পিচ ইয়াবা, আধা কেজি গাঁজা, দুটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশ গতকাল ও আজ শনিবার দুই দিনে মাদক গ্রহণ-বিক্রির দায়ে ৮৫ জনকে আটক করে। এ সময় তাদের কাছে ২ হাজার ৮৭ পিচ ইয়াবা, ৮০১ গ্রাম হেরোইন, ৭ কেজি গাঁজা, ২০ লিটার দেশি মদ, ৮ ক্যান বিয়ার ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে।