রংপুরে বাসচাপায় ওষুধ কোম্পানির ব্যবস্থাপকের মৃত্যু

রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজলের ঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম মনিরুজ্জামান (৩৯)। বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার হারগাছ পৌর এলাকার নিউ মুন্সিপাড়া এলাকায়। তিনি ফার্মাসিয়া নামের একটি ওষুধ কোম্পানির লালমনিরহাট জেলার ব্যবস্থাপক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত মনিরুজ্জামান লালমনিরহাট থেকে মোটরসাইকেলে করে রংপুরের দিকে আসছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে কুড়িগ্রামগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ কাউনিয়া থানায় রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।