জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি আজ আসছেন
মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি ১০ দিনের সফরে আজ শুক্রবার ঢাকা আসছেন। মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ‘বৈষম্যের ব্যবস্থার অবসান’ এবং তাদের নাগরিকত্ব ও সম্পত্তির অধিকার ফিরিয়ে দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কাছ থেকে গতকাল বৃহস্পতিবার পাওয়া এক বার্তায় বলা হয়েছে, সফরে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন ইয়াংহি লি। তাঁর সঙ্গে সহযোগিতা করতে কাউন্সিলের পক্ষ থেকে আহ্বান জানানো সত্ত্বেও মিয়ানমার সরকার তাঁকে রাখাইন পরিদর্শনে যেতে দিচ্ছে না উল্লেখ করে এ ব্যাপারে আক্ষেপ জানিয়েছেন তিনি।
ইয়াংহি লি আশ্রয়শিবির পরিদর্শন ছাড়াও জাতিসংঘ ও বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভাসানচর ও আরও কয়েকটি স্থানে যাবেন ইয়াংহি লি। সফর শেষে তিনি তাঁর মিশন নিয়ে একটি বিবৃতি দেবেন। আগামী ৮ জুলাই তিনি সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন। সফরের ফল নিয়ে তৈরি প্রতিবেদন আগামী অক্টোবরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে উপস্থাপন করবেন তিনি।
বৈষম্য বিলোপের আহ্বান
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে গত বুধবার এক বক্তব্যে ইয়াংহি লি মিয়ানমার সরকারের প্রতি রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্যের ব্যবস্থা বিলোপের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ ভূমি রাখাইন রাজ্যে ফেরত যাওয়ার পরিস্থিতি এখনো তৈরি করা হয়নি। তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই আন্তর্জাতিক শরণার্থী আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের নিয়মনীতি এবং মানের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে করতে হবে।