'ফুটবল গলি'তে বিশ্বকাপ উম্মাদনা

ফুটবল বিশ্বকাপে নেই বাংলাদেশ। তাতে কী? ফুটবলের বিরাট সমর্থক গোষ্ঠী আছে এ দেশে, যারা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানিসহ বিভিন্ন দলের অন্ধ সমর্থক। বিশ্বকাপ নিয়ে এ দেশে উন্মাদনা কম নয়। প্রতিবার বিশ্বকাপ ফুটবলের সময় তাই বিভিন্ন সংগঠন আয়োজন করে নানা অনুষ্ঠানের। পুরান ঢাকার কলতা বাজারে অনুষ্ঠিত হয়ে গেল ‘ওয়ার্ল্ড কাপ গোল-ই ফেস্ট-২০১৮’ নামে এক বর্ণাঢ্য আয়োজন। দিনভর গ্রাফিতি, স্ট্রিট আর্ট, ফুটবল ও সাইকেল স্ট্যান্ট, রং খেলা, নাচ এবং গানে গোল-ই ফেস্ট উপভোগ করেন এলাকাবাসী। ২০১৪ সালের ব্রাজিলের বিশ্বকাপে এ আয়োজনের পর থকে এ পুরান ঢাকার এ গলির নাম ‘ফুটবল গলি’ হিসেবে পরিচিত পায়। এবার জানালা বাংলাদেশ, ইআরকি ও থাউজেন্ট মাইলস ক্লাব বাংলাদেশের সহযোগিতায় শনিবার দিনভর এ আয়োজন হয়। এই আয়োজনের ছবি তুলেছেন ফটো সাংবাদিক দীপু মালাকার।

ফুটবল নিয়ে স্ট্যান্ট করছে স্থানীয় এ শিশু।
ফুটবল নিয়ে স্ট্যান্ট করছে স্থানীয় এ শিশু।
‘ফুটবল গলি’র একটি বাড়ির দেয়ালে পেইন্টিং করছে আয়োজক সংগঠনের কর্মীরা।
‘ফুটবল গলি’র একটি বাড়ির দেয়ালে পেইন্টিং করছে আয়োজক সংগঠনের কর্মীরা।
ফুটবল স্ট্যান্টের পেশাদার এক ব্যাক্তির কসরত দেখে মুগ্ধ দর্শনার্থীরা।
ফুটবল স্ট্যান্টের পেশাদার এক ব্যাক্তির কসরত দেখে মুগ্ধ দর্শনার্থীরা।
বিভিন্ন লেখাসহও দেয়ালে পেইন্টিংও করা হয়েছে।
বিভিন্ন লেখাসহও দেয়ালে পেইন্টিংও করা হয়েছে।
কলতা বাজারের এ গলির অনেকগুলো বাড়িতেই রং করা হয় ।
কলতা বাজারের এ গলির অনেকগুলো বাড়িতেই রং করা হয় ।
আয়োজকদের সঙ্গে স্থানীয়রাও মেতেছিল আবীর খেলায়।
আয়োজকদের সঙ্গে স্থানীয়রাও মেতেছিল আবীর খেলায়।
‘ফুটবল গলি’তে ফ্লাশ মবে আয়োজক সংগঠনের কর্মীরা।
‘ফুটবল গলি’তে ফ্লাশ মবে আয়োজক সংগঠনের কর্মীরা।
আনন্দ উত্তেজনায় মেতেছিল সবাই।
আনন্দ উত্তেজনায় মেতেছিল সবাই।
সাইকেল স্ট্যান্ট দেখছে এলাকাবাসী।
সাইকেল স্ট্যান্ট দেখছে এলাকাবাসী।
পাখির ডানা আঁকছিল একজন।
পাখির ডানা আঁকছিল একজন।
২০১৪ সালে এ আয়োজনের পর থকে  পুরান ঢাকার এ গলির নাম ‘ফুটবল গলি’ হিসেবে পরিচিত পায়।
২০১৪ সালে এ আয়োজনের পর থকে পুরান ঢাকার এ গলির নাম ‘ফুটবল গলি’ হিসেবে পরিচিত পায়।
দিনভর এ আয়োজনে বিভিন্ন বয়স ও গোষ্ঠীর মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করে ফুটবলের উন্মাদনায় মেতে উঠে।
দিনভর এ আয়োজনে বিভিন্ন বয়স ও গোষ্ঠীর মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করে ফুটবলের উন্মাদনায় মেতে উঠে।