যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুতে সমর্থন দেবে বাংলাদেশকে

মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো জাতীয় কৌশল বাস্তবায়নে বাংলাদেশকে পূর্ণ সমর্থনদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
গত বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে এক বৈঠকের পর যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, উদ্বাস্তু ও অভিবাসী (পিআরএম) বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আনা সি রিচার্ড এ ঘোষণা দেন।
বাংলাদেশ সরকার প্রথমবারের মতো মিয়ানমারের উদ্বাস্তু ইস্যুতে জাতীয় কৌশল প্রণয়নের সিদ্ধান্ত নেওয়ায় পিআরএম ব্যুরোর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
গত বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশের মন্ত্রিসভা এই ‘জাতীয় কৌশলগত পত্র’ অনুমোদন করে। ইউএনবি।