ছবিতে ঢাকার রথযাত্রা

শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উত্সব উপলক্ষে শনিবার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজনে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হিন্দুধর্মের মত ও রীতি অনুসারে বিশ্ব প্রতিপালনের অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারী রথ টেনে এ শোভাযাত্রা বের হয়। ইসকনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা স্বামীবাগ ইসকন আশ্রম থেকে যাত্রা শুরু করে হাটখোলা, মতিঝিল, পুরানা পল্টন, প্রেসক্লাব হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরদের অংশগ্রহণে এবং পশুপাখির মুখোশধারী শিশু-কিশোরদের আনন্দ-উল্লাসে মুখরিত এই শোভাযাত্রা উপভোগ করে রাজপথের দুই পাশের মানুষ।

বিশাল এই শোভাযাত্রা স্বামীবাগ ইসকন আশ্রম থেকে যাত্রা শুরু বেলা তিনটায়।
বিশাল এই শোভাযাত্রা স্বামীবাগ ইসকন আশ্রম থেকে যাত্রা শুরু বেলা তিনটায়।
মূল রথের প্রথমেই থাকে বর্ণাঢ্য শোভাযাত্রা।
মূল রথের প্রথমেই থাকে বর্ণাঢ্য শোভাযাত্রা।
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উত্সব উপলক্ষে ঢাকার এ রথযাত্রার আয়োজন হয়ে আসছে ইসকনের উদ্যোগে।
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উত্সব উপলক্ষে ঢাকার এ রথযাত্রার আয়োজন হয়ে আসছে ইসকনের উদ্যোগে।
বিশ্ব প্রতিপালনের অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারী রথটি নানা রকম ফুল ও ফল দিয়ে সাজানো হয়েছে।
বিশ্ব প্রতিপালনের অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারী রথটি নানা রকম ফুল ও ফল দিয়ে সাজানো হয়েছে।
শোভাযাত্রায় বিভিন্ন দেব-দেবীর অবয়বে সেজেছিল শিশুরা।
শোভাযাত্রায় বিভিন্ন দেব-দেবীর অবয়বে সেজেছিল শিশুরা।
সবার সঙ্গে রথের দড়ি টানছে এই শিশুটিও।
সবার সঙ্গে রথের দড়ি টানছে এই শিশুটিও।
বর্ণাঢ্য এ র‍্যালিতে রাধা-কৃষ্ণ সাজেও দেখা গেছে এ দুজনকে।
বর্ণাঢ্য এ র‍্যালিতে রাধা-কৃষ্ণ সাজেও দেখা গেছে এ দুজনকে।
রাধা-কৃষ্ণের সঙ্গে তাঁদের সখীরাও ছিলেন এ শোভাযাত্রায়।
রাধা-কৃষ্ণের সঙ্গে তাঁদের সখীরাও ছিলেন এ শোভাযাত্রায়।
ভক্তরা রথটি ঠেলে নিয়ে যাওয়ার পাশাপাশি নেচে নেচে নানা ভক্তিমূলক গান গাইছেন।
ভক্তরা রথটি ঠেলে নিয়ে যাওয়ার পাশাপাশি নেচে নেচে নানা ভক্তিমূলক গান গাইছেন।
মা-দিদির সঙ্গে রথ দেখা।
মা-দিদির সঙ্গে রথ দেখা।
শত শত হিন্দুধর্মাবলম্বী অংশগ্রহণ করে এই রথযাত্রায়।
শত শত হিন্দুধর্মাবলম্বী অংশগ্রহণ করে এই রথযাত্রায়।