বুড়িগঙ্গায় পালতোলা নৌকা

চিরাচরিত বাংলার হারানো ঐতিহ্য পালতোলা নৌকা এখনো মাঝেমধ্যে দেখা যায় বুড়িগঙ্গা নদীতে। ইঞ্জিনচালিত নৌকার দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসলেও রাজধানীর বুকে এ বুড়িগঙ্গা নদীতে চলাচল করতে দেখা গেল বেশ কিছু পালতোলা নৌকা। বাতাস থাকায় খেয়া পারাপারের নৌকার মাঝিরা পাল তোলেন। সোমবার পালতোলা নৌকায় বুড়িগঙ্গা পার হয়ে কেরানীগঞ্জে যাচ্ছিল ফরিদাবাদ এলাকার বাসিন্দারা।

মিল ব্যারাক এলাকার গুদারা ঘাটে বুড়িগঙ্গা নদী পারাপারে চলে পালতোলা নৌকা।
মিল ব্যারাক এলাকার গুদারা ঘাটে বুড়িগঙ্গা নদী পারাপারে চলে পালতোলা নৌকা।
তীব্র স্রোত আর বাতাসের মধ্যে খেয়া পারাপারের নৌকার মাঝিরা পাল তোলেন।
তীব্র স্রোত আর বাতাসের মধ্যে খেয়া পারাপারের নৌকার মাঝিরা পাল তোলেন।
মিল ব্যারাকের গুদারা ঘাটে নৌকা কম থাকলেও যাত্রীদের চাপ ছিল।
মিল ব্যারাকের গুদারা ঘাটে নৌকা কম থাকলেও যাত্রীদের চাপ ছিল।
খেয়া পারাপারে বুড়িগঙ্গায় চলছে পালতোলা নৌকা ।
খেয়া পারাপারে বুড়িগঙ্গায় চলছে পালতোলা নৌকা ।
ইঞ্জিনচালিত নৌকার দৌরাত্ম্যে পালতোলা নৌকা আজকাল দেখাই যায় না।
ইঞ্জিনচালিত নৌকার দৌরাত্ম্যে পালতোলা নৌকা আজকাল দেখাই যায় না।
ব্যস্ত রাজধানীর না-দেখা এ দৃশ্য সত্যিই চোখ জুড়ায়।
ব্যস্ত রাজধানীর না-দেখা এ দৃশ্য সত্যিই চোখ জুড়ায়।