ফরাশগঞ্জের 'বড় বাড়ি'

>পুরান ঢাকার বিভিন্ন স্থানে পড়ে পড়ে ধ্বংস হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক ও নান্দনিক স্থাপনা। সেগুলোর একটি ফরাশগঞ্জের বি.কে. দাস রোডের ৪৫ নম্বর এই বাড়িটি। সবার কাছে যা ‘বড় বাড়ি’ হিসেবে পরিচিত এই বাড়িটি প্রায় দেড় শ বছরের পুরোনো। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ধ্বংসের মুখে কারুকার্যময় ভবনটি। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ৯৩টি ভবন, পুরো শাঁখারীবাজার এলাকা এবং ফরাশগঞ্জ, সূত্রাপুর এলাকার নয়টি সড়ককে সংরক্ষিত ঘোষণা করে আইন প্রণয়ন করা হয়। এর ফলে ভবনের বর্তমান মালিকেরাও সংস্কারের কাজে হাত দিতে পারছেন না। ছবিগুলো গতকাল মঙ্গলবারের।
ফরাশগঞ্জের ‘বড় বাড়ি’সহ বেশ কয়েকটি বাড়িকে সংরক্ষিত ঘোষণা করে আইন প্রণয়ন করা হয়।
ফরাশগঞ্জের ‘বড় বাড়ি’সহ বেশ কয়েকটি বাড়িকে সংরক্ষিত ঘোষণা করে আইন প্রণয়ন করা হয়।
‘বড় বাড়ি’র সামনে অংশ। জৌলুশ হারিয়েছে, টিকে আছে কিছু কারুকাজ।
‘বড় বাড়ি’র সামনে অংশ। জৌলুশ হারিয়েছে, টিকে আছে কিছু কারুকাজ।
ক্ষয়ে যাচ্ছে গ্রিক স্থাপত্যশৈলীর অনুকরণে করা কারুকাজ।
ক্ষয়ে যাচ্ছে গ্রিক স্থাপত্যশৈলীর অনুকরণে করা কারুকাজ।
ভেতরের মূল ভবন বেহাল। মূল ভবনের কক্ষগুলো গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ভেতরের মূল ভবন বেহাল। মূল ভবনের কক্ষগুলো গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
কোনোমতে টিকতে আছে পিলার। ক্ষয়ে গেছে পলেস্তারা।
কোনোমতে টিকতে আছে পিলার। ক্ষয়ে গেছে পলেস্তারা।