মুঠোফোনে ঢাবি প্রক্টরকে প্রাণনাশের হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে মুঠোফোনে অডিও বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে একজন সহকারী প্রক্টরের মুঠোফোনে ওই বার্তা পাঠিয়ে প্রক্টরকে গালিগালাজ করা হয়।

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ও বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতার অভিযোগ করে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মধ্যেই এ ঘটনা ঘটল। আজ বিকেলে রাজধানীর শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল ইসলাম সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বলা হয়, সেনাবাহিনীর সদর দপ্তরের বরাত দিয়ে সহকারী প্রক্টর লিটন কুমার সাহার মুঠোফোনে ওই অডিও বার্তা পাঠানো হয়। এতে প্রক্টরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।

এ সম্পর্কে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা ১১ মিনিটে অডিও বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।