ঢাকা ৮ আসনের জন্য নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি

ঢাকা ৮ আসনের জন্য নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে এখন থেকেই ১৪ দলের শরিক এই দল কাজ করবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, তারা রাজধানীর তোপখানা রোডের ফেনী সমিতি মিলনায়তনে একাদশ নির্বাচনীর প্রস্তুতি সভা করেছে।

দলের সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এবার ঢাকা ৮ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থ থাকায় মেনন নিজে অংশ নিতে না পারলেও দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন নির্বাচনী প্রস্তুতি শুরুর করার জন্য। নেতা-কর্মীরা যেন এখন থেকেই নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। এ ছাড়া মেনন নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকার সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান, মোস্তফা আলমগীর প্রমুখ।