মাথার ওপর দিয়ে চলে গেল বাসের চাকা

রাজধানীর শাহবাগ এলাকায় বুধবার বেলা পৌনে ১১টার দিকে বাসচাপায় প্রাণহানির ঘটনা ঘটে। ফাইল ছবি
রাজধানীর শাহবাগ এলাকায় বুধবার বেলা পৌনে ১১টার দিকে বাসচাপায় প্রাণহানির ঘটনা ঘটে। ফাইল ছবি

রাজধানীতে এক ব্যক্তির মাথার ওপর দিয়ে চলে গেছে বাসের চাকা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫০ বছর বয়সী ওই ব্যক্তি। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ওমর ফারুক। তিনি বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের এক চিকিৎসকের গাড়িচালক ছিলেন।

বাসচাপায় প্রাণহানির ঘটনায় চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটি।

শাহবাগ এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মো. সারওয়ার প্রথম আলোকে বলেন, ওমর ফারুক সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মেসকাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। বাসটির চাকা ওমর ফারুকের মাথার ওপর দিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার পর ওয়্যারলেসে খবর দেওয়া হয়। সায়েন্স ল্যাবরেটরির সামনে বাসটিকে থামিয়ে চালক আমিরুল ইসলামকে আটক করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পরে বাসটিও জব্দ করা হয়। পরে চালক ও বাসটিকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

মেসকাত পরিবহনের বাস মোহাম্মদপুর থেকে যাত্রাবাড়ীর সাইনবোর্ড রুটে চলাচল করে।