কারিগরিতে পাসের হার ৭৫.৫০%

প্রথম আলো ফাইল ছবি।
প্রথম আলো ফাইল ছবি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রে গতবারের চেয়ে ফল খারাপ হয়েছে। এবার গড় পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। গতবার এ হার ছিল ৮১ দশমিক ৩৩ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৫৬ জন। গতবার পেয়েছিলেন ২ হাজার ৬৬৯ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ২১৩টি। এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৮ জন। পাস করেছেন ৮৯ হাজার ৮৯ জন।

ফল আশানুরূপ হয়নি। তাই এমন কান্না। ঢাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে শিক্ষার্থীরা। ছবি: জাহিদুল করিম
ফল আশানুরূপ হয়নি। তাই এমন কান্না। ঢাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে শিক্ষার্থীরা। ছবি: জাহিদুল করিম

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। সকাল ১০টার পর গণভবনে এক অনুষ্ঠানে তাঁরা ফলাফলের এই অনুলিপি তুলে দেন।

শিক্ষামন্ত্রী বেলা একটায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল জানাবেন।

ভালো ফল করেছে ছেলে। তাই তো এমন সোহাগ। নটরডেম কলেজ, ঢাকা, ১৯ জুলাই। ছবি: আবদুস সালাম
ভালো ফল করেছে ছেলে। তাই তো এমন সোহাগ। নটরডেম কলেজ, ঢাকা, ১৯ জুলাই। ছবি: আবদুস সালাম