প্রাচীন ভবনটি ভাঙা হচ্ছে

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে নবদ্বীপ বসাক লেনের ৩ নম্বর বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। প্রাচীন এই ভবনটি ভাঙা বন্ধ করতে আদালতে যায় আরবান স্টাডি গ্রুপ। তাদের এক রিটের পরিপ্রেক্ষিতে গত মে মাসে হাইকোর্ট এই ভবনটি ভাঙার ওপর স্থগিতাদেশ জারি করেন। এর বিরুদ্ধে ভবনের মালিক আপিল করলে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত। এরপর আরবান স্টাডি গ্রুপ রিভিউ আবেদন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ইতিমধ্যে ভবনটির সিংহভাগ ভেঙে ফেলা হয়েছে। আরবান স্টাডি গ্রুপের প্রধান স্থপতি তাইমুর ইসলাম বলেন, ভবনটি আঠারো শতকের শেষের দিকে অথবা উনিশ শতকের শুরুর দিকে নির্মিত। ভবনটি ভেঙে ফেলায় নবদ্বীপ বসাক লেনে এর সমসাময়িককালের আর কোনো প্রাচীন ভবন রইল না। ছবিগুলো রোববারের।
ধারণা করা হচ্ছে, এটিই নবদ্বীপ বসাক লেনের শেষ প্রাচীন ভবন।
ধারণা করা হচ্ছে, এটিই নবদ্বীপ বসাক লেনের শেষ প্রাচীন ভবন।
ভবনটির সিংহভাগ ভেঙে ফেলা হয়েছে। ফটকটি এখনো অক্ষত।
ভবনটির সিংহভাগ ভেঙে ফেলা হয়েছে। ফটকটি এখনো অক্ষত।
ভবনের গায়ে নানা নকশা। কয়েক দিন পরেই আর এই নকশা দেখা যাবে না।
ভবনের গায়ে নানা নকশা। কয়েক দিন পরেই আর এই নকশা দেখা যাবে না।
এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িটি।
এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িটি।
ভেঙে ফেলা হয়েছে দ্বিতল ভবনটির ছাদ।
ভেঙে ফেলা হয়েছে দ্বিতল ভবনটির ছাদ।
দু-এক দিনের মধ্যেই পুরো বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা যাবে বলে জানিয়েছেন শ্রমিকেরা।
দু-এক দিনের মধ্যেই পুরো বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা যাবে বলে জানিয়েছেন শ্রমিকেরা।
হারিয়ে যাচ্ছে ঢাকার প্রাচীন ভবনগুলো।
হারিয়ে যাচ্ছে ঢাকার প্রাচীন ভবনগুলো।