ঈশ্বরদীতে হত্যা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কারাগারে

পাবনার ঈশ্বরদী উপজেলার যুবলীগ কর্মী আরিফুল ইসলাম ওরফে আলম হত্যা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব সরকারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে জামিনের জন্য আদালতে হাজির হলে পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালত-২-এর বিচারক আবু বাসেদ বুলু মিয়া তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, ২০১৬ সালের আগস্টে শহরের আলহাজ মোড়ে যুবলীগ কর্মী আরিফুল ইসলাম ওরফে আলমকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। আহত হওয়ার কয়েক দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরিফুল ইসলাম ঈশ্বরদী আলহাজ ক্যাম্প কলোনির মসজিদ সড়ক এলাকায় থাকতেন। এ ঘটনায় আরিফুল ইসলামের স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে রাজীব সরকারের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

দলীয় সূত্র জানায়, যুবলীগ নেতা রাজীব সরকার আজ পাবনা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। এ সময় উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালতের বিচারক রাজীব সরকারকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, আলম হত্যা মামলায় রাজীব সরকারের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পলাতক ছিলেন। পুলিশ এ মামলার অভিযোগপত্র ইতিমধ্যে আদালতে জমা দিয়েছে।