ইসলামী বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স বন্ধ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের সান্ধ্য কোর্স বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ১১৩তম একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ এ তথ্য জানান।

এস এম আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, বেলা ১১টায় প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য হারুন-উর-রশীদ আসকারীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০ বিভাগের চালুকৃত সন্ধ্যাকালীন কোর্স বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আজ সোমবার তিনি প্রথম আলোকে বলেন, ‘আজকের পর থেকে সান্ধ্য কোর্সে নতুন করে কেউ ভর্তি হতে পারবেন না। যাঁরা এর আগে ভর্তি হয়েছেন, তাঁদের কোর্স শেষ করে দেওয়া হবে।’

আজ দুপুরে উপাচার্য হারুন-উর-রশীদ আসকারী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এ যুগান্তরকারী সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে ক্যাম্পাসে শিক্ষকেরা সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার মান আরও উন্নীতকরণে ভূমিকা রাখবেন।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, সভায় সন্ধ্যাকালীন কোর্স বন্ধের ব্যাপারে এক শিক্ষক প্রস্তাব উত্থাপন করেন। এ সময় উপস্থিত সব সদস্যের সিদ্ধান্তক্রমে তাঁর এ প্রস্তাব গৃহীত হয়। সভায় সহ-উপাচার্য শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম তোহাসহ একাডেমিক কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে একাডেমিক কাউন্সিলে সান্ধ্য কোর্স বন্ধের সিদ্ধান্ত গৃহীত হওয়ার খবর মুহূর্তের মধ্যে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহসী পদক্ষেপ নেওয়ায় সাধুবাদ জানাতে থাকেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা।